Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাহুবলে ট্রাকচাপায় সিএনজির দুই যাত্রী নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ১, ২০২৩, ০৭:২২ পিএম


বাহুবলে ট্রাকচাপায় সিএনজির দুই যাত্রী নিহত

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় নারীসহ সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। আহত তিন যাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রোববার (০১ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের দৌলতপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সুরাউড়া গ্রামের দারা মিযার স্ত্রী জমিলা খাতুন(৪৫) ও ছেলে মতিবুর রহমান(২৫) সহ ৪/৫ জন সিএনজি অটোরিকশা নিয়ে উপজেলার ছন্দ্রচড়ি মাজারে যাচ্ছিলেন। এসময় ঢাকা সিলেট মহাসড়কের দৌলতপুর ব্রিজের কাছে আসলে পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকচাপা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে যায়। এসময় জমিলা খাতুন(৪৫) ঘটনাস্থলেই মারা যান।

পথচারীরা এগিয়ে এসে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত তিন জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জমিলা খাতুনের লাশ উদ্ধার করেছে।

এআরএস

Link copied!