Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ২, ২০২৩, ০২:৩১ পিএম


চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। মাল্টিমিয়ার মাধ্যমে বিশ্ব বসতি দিবসের ওপর একটি তথ্যচিত্র তুলে ধরেন গণপূর্ত বিভাগ, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী এ.এম. ইফতেখার মজিদ। সঞ্চালক ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী রকিবুল ইসলাম।

এছাড়াও  বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন এবং জাতীয় উৎপাদনশীলতা দিবসটিও পালন করে জেলা প্রশাসন। 

এআরএস

Link copied!