Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দাবি আদায়ে শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি

আব্দুল কাইয়ুম

অক্টোবর ২, ২০২৩, ০৩:১৭ পিএম


দাবি আদায়ে শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি

ঝালকাঠিতে ক্যাডার বৈষম্যসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে কর্মবিরতি করছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

সোমবার (২ অক্টোবর) বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে ঝালকাঠি সরকারি কলেজে এ কর্মবিরতি পালন করা হয়। পরে কলেজ মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজ ইউনিটের সভাপতি  অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর শুকদেব বাড়ৈ, ঝালকাঠি জেলা ইউনিটের সভাপতি প্রফেসর মো. ইলিয়াস বেপারী, সহকারী অধ্যাপক মাহামুদ মোর্শেদ, শ্যামল চন্দ্র মাঝি, প্রভাষক মো. জাহিদুল ইসলাম।

সভা পরিচালনা করেন সহকারী অধ্যাপক মো. বজলুর রশিদ।

কর্মবিরতিতে নেতারা বলেন, শিক্ষা ক্যাডারের বিদ্যমান সমস্যা সমাধানের জন্য তাঁরা দীর্ঘদিন ধরে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করে আসছেন। কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। তাদের ন্যায্য দাবি পূরণ করার জন্য  কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহবান জানান।

এআরএস

Link copied!