Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মানিকছড়িতে চোলাই মদসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৩, ১০:০১ এএম


মানিকছড়িতে চোলাই মদসহ দুই নারী  মাদক কারবারি গ্রেপ্তার

মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী ৬১ লিটার  চোলাই মদসহ দুই নারী মাদক কারবারিকে  গ্রেপ্তার করেছেন মানিকছড়ি  থানা পুলিশ।

সোমবার সন্ধ্যায় মানিকছড়ি থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে সঙ্গীয় অফিসার  ফোর্সসহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মানিকছড়ি থানাধীন আমতল এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, ২ জন নারী অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে মানিকছড়ি থানাধীন মানিকছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামতলা বাজারস্থ মদিনা বিরানী হাউজের সামনে চট্টগ্রাম টু খাগড়াছড়িগামী আঞ্চলিক মহাসড়কে পাকা রাস্তার উপর অবস্থান করিতেছে। মহিলা পুলিশ ফোর্স দ্বারা তল্লাশী করে তার  কাছ থেকে ৬১লিটার চোলাইমদ জব্দসহ আসামি ক্রানু ছিং মারমা (২৬),  পুওয়াইমা মারমা (৪০) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ক্রানু ছিং মারমা রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ৮নং ওয়ার্ড ডাববইন্যা ছড়া, উচামু বাড়ি এলাকার বাসিন্দা উচামং মারমার মেয়ে। পুওয়াইমা মারমা (৪০), বান্দরবান  সদর উপজেলার কোয়ালং ইউনিয়নের ৪নং ওয়ার্ড কিবুক পাড়া এলাকার বাসিন্দা চিংথোউ মারমার মেয়ে।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ও সি) মো. আনচারুল করিম জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামীদের বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

এআরএস

Link copied!