Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চট্টগ্রামে কলোনিতে অগিকাণ্ড

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৪, ২০২৩, ১১:৪৬ এএম


চট্টগ্রামে কলোনিতে অগিকাণ্ড

চট্টগ্রামে একটি কলোনিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট।

বুধবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে বায়েজিদ বোস্তামী থানা এলাকার আমিন কলোনি এলাকায় এই আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হালিম।

তিনি বলেন, ৬টা ৩৫ মিনিটে বায়েজিদ এলাকার আমিন কলোনিতে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে বায়েজিদ, কালুরঘাট ও চন্দরপুরা থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ওই কলোনির প্রায় ৬০টি ঘর পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

আরএস

Link copied!