Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিশ্ব বসতি দিবসে উপজেলা প্রশাসনের নানা আয়োজন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৩, ০৪:৪৮ পিএম


বিশ্ব বসতি দিবসে উপজেলা প্রশাসনের নানা আয়োজন

স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি এ প্রতিপাদ্যে কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপন করা হয়েছে বিশ্ব বসতি দিবস।

এ উপলক্ষে সদর উপজেলা প্রশাসন ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র‌্যালি ও সেমিনার।

র‌্যালীতে দেখা যায়, রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হত দরিদ্র ও বিভিন্ন কর্মমূখী মানুষ স্বতঃস্ফূর্ত অংশ নেয়।

বুধবার (৪ অক্টোবর) উপজেলা পরিষদ ভবন থেকে র‌্যালিটি বের হয়ে পরিষদের গেইট প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে কক্সবাজার সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কৌশিক খান, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর ফিল্ড কোঅর্ডিনেটর হাসান রেজাউল করিম, খুরুশকুল ইউপির ৮ নং ওয়ার্ডের মেম্বার নাছির উদ্দিন উপস্থিত ছিলেন৷

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. কৌশিক খান৷

অনুষ্ঠিত সেমিনারে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর ফিল্ড কোঅর্ডিনেটর হাসান রেজাউল করিম‍‍`র পরিচালণায় বক্তব্য দেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার নাছির উদ্দিন৷

প্রধান অতিথির বক্তব্যে সমাজ সেবা কর্মকর্তা বলেন, নগরায়নের ফলে বেশ কিছু সমস্যা দেখা যায়৷ সমস্যার সমাধান কল্পে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়ে থাকেন৷ পাশাপাশি আন্তর্জাতিকভাবে জাতিসংঘ (SDG11) সাস্টেইনেবল ডিভেলপমেন্ট গোল্ড৷ এইটা হচ্ছে যে ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত কি কি করতে হবে তার একটা এজেন্ডা৷ এইটা হচ্ছে পৃথিবীর সকলদেশ এগুলো বাস্তবায়ন করে থাকে৷ তার মধ্যে একটি হচ্ছে যে, নগরায়নের ফলে যে সমস্যা গুলো সৃষ্টি হচ্ছে সেগুলো সমাধান করা৷ এগুলোর দায়িত্ব থাকে মুলত সরকারের৷

সমাজ সেবা কর্মকর্তা মো. কৌশিক খান বলেন, সরকারের দায়িত্ব হিসেবে এইখানে নিরাপত্তার কাজ করে, রাস্তাঘাট করে, কর্মসংস্থানের ব্যবস্থা করার পরেও কিন্তু এগুলো সবসময় যতেষ্ট হয়না৷ অর্থাৎ সরকারের যে সক্ষমতা সেটা দিয়ে আসলে সব সমস্যা সমাধান করা সম্ভব না৷ এক্ষেত্রে এগিয়ে আসে বেসরকারি উন্নয়নমুলক সংস্থা গুলো৷ যার মধ্যে অন্যতম আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ব্যাক এনজিও৷

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর ফিল্ড কোঅর্ডিনেটর হাসান রেজাউল করিম বলেন নগরায়ন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধিতে গুরুত্বপুর্ন অবদান রাখার পাশাপাশি জনসংখ্যাগত, পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জ ও তৈরি করে ।

এই চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করার জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১১ (SDG11) - এ জাতিসংঘ বেশ কয়েকটি গুরুত্বপুর্ন সুচক নির্দিষ্ট করে দিয়েছে । এই সুচক সমূহ ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্য রাষ্ট্র গুলো কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে ইউপি মেম্বার নাছির বলেন, আমর এলাকার সাধারণ মানুষের পাশে ব্যাক এনজিও  ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম রয়েছে সেটা আমি কৃতজ্ঞতা জানাই৷ তারা অনেক অসহায় মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে আমার এলাকায়৷ আমি এজন্য ব্যাককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই৷

অনুষ্ঠিত সেমিনারে স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তির উপরে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহন করা ২০ জনকে পুরস্কার তুলেদেন অতিথিগণ৷

কক্সবাজার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহন করা ২০ জনসহ সদর উপজেলার ৬টি এলাকা থেকে আসা ৫০ জন হত দরিদ্র ও কর্মমূখী মানুষ উপস্থিত ছিলেন৷

আরএস

Link copied!