Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আ.লীগের উন্নয়ন প্রচারে রনজিৎ সরকারের জনসভা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৩, ০৬:৫৩ পিএম


আ.লীগের উন্নয়ন প্রচারে রনজিৎ সরকারের জনসভা

শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির ইতিহাস সৃষ্টি করেছেন বলেছেন, সুনামগঞ্জ-১ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রনজিৎ সরকার। আ.লীগের ১৫ বছরের উন্নয়ন প্রচারে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন আ.লীগের আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে হাওরাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে শেখ হাসিনার নেতৃত্বে৷ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করতে আবার নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে মিছিল নিয়ে জনসমাবেশে যোগ দেয় আ.লীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (০৪ অক্টোবর) দুপুরে তাহিরপুর বাজারে তাহিরপুর সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি শাহিনুর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা, মধ্যনগর উপজেলা আ.লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খসরু, ধর্মপাশা উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুল হাই তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ মুরাদ, তাহিরপুর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, ধর্মপাশা আ.লীগের প্রচার সম্পাদক জুবায়ের পাশা হিমু, সাবেক চেয়ারম্যান ধর্মপাশা সদর সেলিম আহমেদ, দক্ষিণ বংশীকুন্ডা ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ, বেহলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামান্ত সরকার, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, তাহিরপুর উপজেলা আ.লীগের সদস্য আজিজুল হক প্রমুখ।

এআরএস

Link copied!