Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিএনপির রোডমার্চ যোগ দিতে ফেনীতে নেতাকর্মীদের ঢল

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

অক্টোবর ৫, ২০২৩, ০৩:৩১ পিএম


বিএনপির রোডমার্চ যোগ দিতে ফেনীতে নেতাকর্মীদের ঢল

বিএনপির চট্টগ্রামমুখী রোডমার্চে যোগ দিতে ফেনীর মহিপালে হাজার হাজার দলীয় নেতাকর্মী জড়ো হয়েছে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকাল থেকে ফেনী ছাড়াও নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার  নেতাকর্মীরা শত শত গাড়ি বহর নিয়ে এখানে এসে দিয়েছে।

ফেনীর নেতাকর্মীরা গতকাল রাত থেকেই মহাসড়কের পাশে নির্মিত সভা মঞ্চকে ঘিরে অবস্থান নেয়। বেলা বাড়ার সাথে সাথে মহাসড়ক লোকে লোকারণ্য হয়ে যায়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মানিক জানান, রোডমার্চ ঘিরে বৃহত্তর নোয়াখালীর দুই লক্ষাধিক দলীয় নেতাকর্মী মহিপালে সমবেত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন ।

ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় এরই মধ্যে বক্তব্য রেখেছেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, মো. শাহাজাহান,যুগ্ম আহ্বায়ক ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন,চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপি,কেন্দ্রীয় নেত্রী রেহেনা আক্তার রানুসহসহ কেন্দ্রীয়-স্থানীয় নেতারা।  

এছাড়াও মুক্তি চাই মুক্তি চাই-খালেদা জিয়ার মুক্তি চাই, ফেনীর মেয়ে খালেদা গর্ব মোদের আলাদা, তারেক জিয়া বীরের বেশে- আসবে ফিরে বাংলাদেশে, দফা এক দাবি এক -শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

এআরএস

Link copied!