রাজবাড়ী প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৩, ০৪:৩৯ পিএম
রাজবাড়ী প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৩, ০৪:৩৯ পিএম
রাজবাড়ীতে অস্ত্র মামলায় মো. নুর ইসলাম শেখ (২৭) নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদলত। বুধবার রাজবাড়ী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুন লিলিফা আকতার অস্ত্র আইনে এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মো. নুর ইসলাম শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ঢেকিগাড়িয়া গ্রামের মো. আবেদ আলী শেখের ছেলে।
এ মামলায় জামিনে ছিলেন আসামি মো. নুর ইসলাম। রায় ঘোষণার পর তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২১ মে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ পাশে থেকে ফরিদপুর র্যাব-৮ এর ২নং কোম্পানীর ডিএডি মুন্সী আলমগীর সঙ্গীয় এসআই এস এম মনিরুল হোসেনসহ অভিযান চালিয়ে মো. নুর ইসলাম শেখকে একটি দেশীয় তৈরি এলজিসহ গ্রেপ্তার করেন। এ সময় তার কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজবাড়ী বিশেষ ট্রাইব্যালের অতিরিক্ত পিপি আবু বক্কর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এআরএস