Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৩, ০৩:৪২ পিএম


রাজবাড়ীতে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কাওয়াখালী সরদারপাড়ার সামরাবিলের ধান ক্ষেত থেকে ২৮ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কাওয়াখালী সরদারপাড়ার সামরাবিলে রোস্তম নামে এক বৃদ্ধা ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে এলাকাসীকে লাশ পড়ে থাকার খবর দেয়। স্থানীয় লোকজন ৯৯৯ করলে কালুখালী থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালুখালী থানার ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এআরএস

Link copied!