Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দুই গৃহবধূর মৃত্যু

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৩, ০৬:৫৮ পিএম


কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দুই গৃহবধূর মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে থাকা গোসলখানার টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম ও বাবলুর ছোট ভাই একাব্বর আলীর স্ত্রী নিলুফা বেগম।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নিজ বাড়িতে গোসল করার সময়ে আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা গোসলখানার টিনের বেড়ায় আটকে যায় ফিরোজা। তার চিৎকারে নিলুফা উদ্ধারে এগিয়ে আসলে তিনিও সেখানে আটকে যান। খবর পেয়ে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে দুজনের মরদেহ বাড়িতে নিয়ে আসলে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির দুই গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতদের বাড়িতে রয়েছে। তাদের পরিবারের লোকজন ঢাকায় থাকেন। ঢাকা থেকে আসলে তাদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরএস

Link copied!