Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় ভূমি ব্যবস্থাপনায় স্মাট সেবা

ভূমি অফিস নিয়ে সেবা প্রার্থীর কাছে যাবেন এসিল্যান্ড

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৩, ১১:৪৪ এএম


ভূমি অফিস নিয়ে সেবা প্রার্থীর কাছে  যাবেন এসিল্যান্ড

‘মাটির কাছে মানুষের কাছে ভ্রাম্যমাণ ভূমি সেবা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় প্রথমবারের মতো জনগণের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভূমি অফিস।

শনিবার (৭ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে ভ্রাম্যমাণ ভূমিসেবা কার্যক্রমটির উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। এদিনই উপজেলার তাইন্দং ও তবলছড়ি  ইউনিয়নের ৪টি মৌজায় কার্যক্রম শুরু করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি মো. মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো. শরীফ।

অন্যান্যর মাঝে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎসহ ইমাম, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলায় সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। প্রতিটি ইউনিয়নে পুরো ভূমি অফিস নিয়ে হাজির থাকবেন এসিল্যান্ড। এই উদ্যোগে স্মাট ভূমিসেবা, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি আবেদন, নামজারি (খারিজ) শুনানি, জমাবন্দি খতিয়ান অনুমোদন সংগ্রহ, ভূমি উন্নয়ন কর (খাজনা) দেওয়াসহ ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা তাত্ক্ষণিকভাবে সমাধান বা পরামর্শ দেওয়া হবে।

উপজেলা ভূমি অফিস জানায়, অক্টোবর মাসের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে ভ্রাম্যমাণ ভূমিসেবা প্রদান করা হবে।

এছাড়া জমিসংক্রান্ত নানা সমস্যার পরামর্শ নিতে জড়ো হয়েছিলেন অর্ধশতাধিক মানুষ। তাঁদের সমস্যা শুনে করণীয় সম্পর্কে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেজবাহ উদ্দিন পরামর্শ দিয়েছেন।

ভ্রাম্যমাণ ভূমিসেবা উদ্যোগটি লোকজনের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সেবা নিতে আসা তাইন্দং ইউনিয়নের সালাম মিয়া বলেন, ‘আমরা আগে সেবার জন্য অফিসে অফিসে ঘুরতাম। এখন ভূমি অফিসই মানুষের কাছে যাচ্ছে। এতে আমাদের সময় ও অর্থ দুই-ই বাঁচবে। দালালের খপ্পরে পড়তে হবে না। এলাকাতেই ভূমি খারিজ করা ও খাজনা দিতে পারব।’

প্রধান অতিথির বক্তব্য মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে স্মাট ভূমিসেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে এখানে শুরু হয়েছে ভ্রাম্যমাণ ভূমিসেবা কার্যক্রম। জনগণ ঘরে বসে ভূমিসেবা পাবে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে কোন সমস্যা হলে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী  বলেন, ‘ভূমিসেবা গ্রহণে সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে আমরা যাব। একটা কর্মপরিকল্পনা  তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নে ভ্রাম্যমাণ ভূমিসেবা যাবে।

জয়নাল/এআরএস

Link copied!