Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

প্রধানমন্ত্রী’র উদ্বোধনের অপেক্ষায় থাকা ট্রেনে পাথর নিক্ষেপ, কিশোর গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৩, ১২:১১ পিএম


প্রধানমন্ত্রী’র উদ্বোধনের অপেক্ষায় থাকা ট্রেনে পাথর নিক্ষেপ, কিশোর গ্রেপ্তার

পদ্মা সেতু দিয়ে চলাচলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উদ্বোধনের অপেক্ষায় থাকা ট্রেনে পাথর নিক্ষেপ করায় রাতুল শেখ (১৩) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে জিআরপি থানা পুলিশ।শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ। সে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা র সত্যজিৎপুর গ্রামের সিরাজ শেখের ছেলে।  

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু বলেন, আগামী ১০ অক্টোবর পদ্মা সেতুর উপর দিয়ে চলাচলকারী ট্রেন উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ট্রেনের ট্রায়াল চলাচল করার সময়  ট্রেনে পাথর নিক্ষেপ করে রাতুল শেখ।  এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এআরএস
 

Link copied!