Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে কোনো মতবিরোধ থাকবেনা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৩, ০৬:১৪ পিএম


এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে কোনো মতবিরোধ থাকবেনা

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, তাই এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে কোনো মতবিরোধ থাকবেনা। মানুষে মানুষে ভেদাভেদ থাকবেনা।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্ত্রী বলেন, আর সংঘাত ও বিবাদ নয়। হিন্দু -বৌদ্ধ - খৃষ্টান মিলে আমরা সকলে ভাই ভাই।   দুর্গাপূজায়  সকল বিবাদ ভুলে তাদের আনন্দে অংশিদার হবো।

শনিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১ টায় আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৩ উপলক্ষে জগন্নাথপুর থানা কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় পরিকল্পনামন্ত্রী উপরোক্ত কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। তাই দেশের গরীব-দুঃখী মানুষের ভাগ্যেন্নয়নে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।  

নিজের উন্নয়ন সম্পর্কে মন্ত্রী বলেন, উন্নয়ন চিন্তাভাবনা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সুনামগঞ্জ জেলায় একটি বিমানবন্দর স্থাপন করা হবে।

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শুভাশিস ধর।

এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করীম রিজু, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া  প্রমুখ।

বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, হিন্দু- বৌদ্ধ- খৃষ্টান ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি খোকন সূত্রধর,  যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার দে, হিরামন দে, সাংবাদিক শাহজাহান মিয়া প্রমুখ।

আরএস
 

Link copied!