Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজবাড়ী কারাগারের কয়েদির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৩, ০৬:২০ পিএম


রাজবাড়ী কারাগারের কয়েদির মৃত্যু

রাজবাড়ী জেলা কারাগারে অসুস্থ হয়ে সাইদুর রহমান (৫২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদরের মোতালেব হোসেনের ছেলে।

আজ শনিবার ভোর ৪টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার আব্দুর রহিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েদি সাইদুর রহমান ভোর রাতে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদানের পর মৃত ঘোষণা করেন। তিনি স্ট্রোক করেছিলেন বলে চিকিৎসক জানিয়েছেন।

এআরএস

Link copied!