Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘আমেরিকার অনেক মানুষ খেতে পারেনা, শুধু আমাদের ওপর খবরদারি’

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৩, ০১:২০ পিএম


‘আমেরিকার অনেক মানুষ  খেতে পারেনা, শুধু আমাদের ওপর খবরদারি’

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, আমেরিকার অনেক মানুষ আছে যারা দু’বেলা ভাত খেতে পারেনা। শুধু আমাদের ওপর খবরদারি করে। এগুলো আপনাদের নলেজে রাখা উচিত।   

রোববার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে নোয়াখালী জেলা কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

একরাম বলেন, প্রতিদিন আমেরিকাতে দুই থেকে আড়াই লাখ মানুষ ফুটপাতে ঘুমায়। কিন্ত ওরা শুধু খবরদারি করতে, আমাদের সাথে বড় লোকি দেখাতেই পারে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লার আনসার ও ভিডিপির পরিচালক ও রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে জেলা সমাবেশে আরও বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহবুবুব, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম, র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান প্রমুখ। 

এআরএস

Link copied!