Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাঁশের পাতা পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৩, ০৩:৪১ পিএম


বাঁশের পাতা পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে ধাপেরহাটের হিংগারপাড়া গ্রামে বাঁশে ঝাড়ে পাতা পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কৃষক নায়েব আলী হিংগারপাড়া গ্রামের মৃত অপুর আলীর পুত্র।

জানা যায়, সকাল সাড়ে ৯ টার দিকে নায়েব আলী(৬০) গরুকে বাঁশের পাতা পেরে খাওয়ানোর উদ্দেশ্য দা নিয়ে বাঁশের কঞ্চি কাটার জন্য উপরে উঠে ও কয়েকটি কঞ্চি কেটে ফেলে দেয়। এক পর্যায়ে বাঁশ তার ভার বহন করতে না পেয়ে পাশে বিদ্যুৎ এর তারের উপরে হেলে পড়ে। এতে করে বাঁশ  বিদ্যুৎতায়িত হয়ে পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় নায়েব আলী। এসময় তাকে বাঁচাতে শুকনো বাঁশ দিয়ে সরিয়ে নিতে চেষ্টা করে তার নাতি

পরে বিদ্যুৎ অফিস ফোন করে সংযোগ বিচ্ছিন্ন করে। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ধাপেরহাটে পৌঁছিলে তিনি মারা যান।

ঘটনার সত্যতা স্বীকার করেন ধাপেরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাহাদত হোসেন,  হিংগারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম সরকার ও ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জিয়াউল আলম।

এ বিষয়ে সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলম বলেন উক্ত ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

এআরএস

Link copied!