Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাধবপুরে ৬ জুয়াড়ি আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৩, ০৫:১৯ পিএম


মাধবপুরে ৬ জুয়াড়ি আটক

হবিগঞ্জের মাধবপুরে জুয়ার আসর থেকে ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে এগারো ঘটিকায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. ফজলুল হক এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভোলাপুর গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার ভোলাপুর গ্রামের মৃত বিল্লাল মিয়ার পুত্র সোহেল মিয়া (২০), মৃত দুধ মিয়ার পুত্র শিশু মিয়া (৪৮), সিরিজ মিয়ার পুত্র রাসেল মিয় (২৬) ও মঙ্গলপুর গ্রামের রহমত আলীর পুত্র মিন্নত আলী, আব্দুল আউয়াল এর পুত্র মো. হক মিয়া (২৮) ও মৃত আলী আকবর এর পুত্র জাকির হোসেন (৪০)।

মাধবপুর থানার (ওসি) তদন্ত মো. আতিকুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

এইচআর

Link copied!