Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় দুই মহিলা গার্মেন্টস কর্মী নিহত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৩, ১২:৫৪ পিএম


ত্রিশালে সড়ক দুর্ঘটনায় দুই মহিলা গার্মেন্টস কর্মী নিহত

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বৈলর কনহর মডেল মসজিদ নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মহিলা গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

জানাগেছে, গার্মেন্টস কর্মীরা সকালে ডিউটিতে যাওয়ার পথে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একটি পিকআপ ভ্যান তাদেরকে চাপা দেয়।পিকআপ ভ্যানটি ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এতে ঘটনা স্থলেই একজন নিহত হন। আম্বিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

নিহতরা হলেন- উপজেলার বৈলর ইউনিয়নের উজান বইলর এলাকার রাসেল মিয়ার স্ত্রী সুমি আক্তার (২৫) ও একই গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (৩৫)।

ত্রিশাল থানার এস আই বিল্লাহ হেসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। পিকআপ ভ্যানটির চালক পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এইচআর

Link copied!