Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৩, ০৩:২৭ পিএম


মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ও উই ফর বাংলাদেশ’র সহযোগিতায় ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে পৌরসভা হলরুমে আয়োজিত ফ্রি অরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী সভাপতিত্ব করেন, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম বার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কীতত্ববিদ ও ঢাকা দক্ষিণ সিটিকর্পোরেশনের উপদেষ্টা ড.কবিরুল বাসার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এ প্রশিক্ষণ কোর্সটি সহায়ক ভূমিকা রাখবে।

এই ফি অরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণকারীদের প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ল্যান্সিং, কম্পিউটার হার্ডওয়ার ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভোলাপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এআরএস

Link copied!