Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের মতবিনিময়

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৩, ০৪:১১ পিএম


পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের মতবিনিময়

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবাগত চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা।

মঙ্গলবার  (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবাগত চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা।

মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি মো.মেজবাহ উদ্দিন এর সঞ্চালনায় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমার সহধর্মিনী নন্দিতা চাকমা, নমাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. শাহজাহান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা আ.লীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান,উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা,মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরাসহ জনপ্রতিনিধি, কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান-কারবারি, সুশীল সমাজের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবাগত চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। তাঁর কর্মকালীন সময়টুকু তিন পার্বত্য জেলার প্রতিটি উপজেলার নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করার আশ্বাস দেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উন্নয়ন ও সেবাকার্যক্রম বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এইচআর

Link copied!