Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কেরানীগঞ্জে দেশীয় মদসহ আটক ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৩, ০৫:২৭ পিএম


কেরানীগঞ্জে দেশীয় মদসহ আটক ২

ঢাকার কেরানীগঞ্জে দেশীয় মদসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন জাকির ও তার এক সহযোগী।

মঙ্গলবার (১০ অক্টোবর) ভোর ৫টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের বেউতা গ্রামে অভিযান চালিয়ে ৭৮ ড্রাম চুলাই মদসহ তাদের আটক করে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে যে, দীর্ঘদিন যাবত জাকির এ পেশার সঙ্গে জড়িত। কিছুদিন আগে জামিনে এসে পুনরায় এ কাজে জড়িয়ে পড়ে। স্থান পরিবর্তন করলেও তার ব্যবসা পরিবর্তন করেনি এই
মাদক কারবারি।

কেরানীগঞ্জ মডেল থানায় ওসি মামুনুর রশীদ বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তাদের কাছে থেকে ৭৮ ড্রাম চুলাই মদ জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরএস

Link copied!