Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফেনীর ১৪৭ পূজামন্ডপে সাজসাজ রব

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৩, ০১:১৮ পিএম


ফেনীর ১৪৭ পূজামন্ডপে সাজসাজ রব

ফেনী জেলার ১৪৭টি পূজামন্ডপে আর কয়েকদিন পর সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় পূজা শারদীয় দূর্গোৎসব উদযাপন করা হবে। আগামী ২০ অক্টোবর (শুক্রবার)) থেকে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দূর্গোৎসব। পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরী ও শেষ সময়ের সাজসজ্জা।লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। প্রতিমার গায়ে শেষ তুলির আচঁড় টানতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্র জানা যায়,এবার জেলার সদর উপজেলায় ৪৬টি,ফেনী পৌরসভায় ১২টি, সোনাগাজী উপজেলায় ২৩টি, দাগনভূঞা উপজেলায় ১৯টি, ফুলগাজী উপজেলায় ৩৫টি, পরশুরাম উপজেলায় ৫টি, ছাগলনাইয়া উপজেলায় ৭টি মন্ডপে পূজা উদযাপিত হবে।

এ পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা ও থানা প্রশাসনের কর্মকর্তারা জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও মন্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা প্রদক্ষেপ গ্রহণ করেছেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল জানান, বেশ উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে জেলার ১৪৭টি মন্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। পূজামন্ডপগুলোতে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। শারদীয় দূগোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রশাসনের পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনা অনুযায়ী আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এব্যাপারে আমাদের সহযোগিতা করবেন। এ মুহুর্তে দূর্গাপুজাকে গিরে জেলার প্রতিটি মন্ডপে সাজসাজ রব বিরাজ করছে।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসব যাতে করে সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন করতে পারে সেইলক্ষ্যে সংশ্লিষ্ট থানার ওসিদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। পূজা মন্ডপের নিরাপত্তাসহ যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক পুলিশের বেশ কয়েকটি টহল দলের পাশাপাশি আনসার সদস্যরাও নিয়োজিত থাকবে।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা চলাকালীন সময়ে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসক কার্যালয়ে  নিয়ন্ত্রণ কক্ষ খোলা থাকবে।

এআরএস

Link copied!