Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে ২ দিন ধরে তরুণীর অবস্থান

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৩, ০৬:১৮ পিএম


বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে ২ দিন ধরে তরুণীর অবস্থান
প্রতীকী ছবি

শরীয়তপুরের ডামুড্যায় বিয়ের দাবীতে এক ছাত্রলীগ নেতার বাড়িতে অবস্থান নিয়েছে এক তরুণী (২৩)।

সোমবার (৯ অক্টোবর) রাত থেকে উপজেলার সিড্যা ইউনিয়নের আমিন বাজার এলাকায় ছাত্রলীগ নেতার বাড়িতে অবস্থান নেন সে। প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানেই অবস্থান করছেন।

অভিযুক্ত মিজান ঢালী ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি আমিন বাজার এলাকার আব্দুর রশিদ ঢালীর ছেলে।

ভুক্তভোগী ওই তরুণী জানায়, ছাত্রলীগ নেতা মিজান ঢালীর সাথে প্রায় ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। সম্পর্কের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন মিজান।

সম্প্রতি মিজান ওই তরুণীকে এড়িয়ে চলা শুরু করলে তরুণী জানতে পারে, মিজান তাকে ছাড়াও একাধিক নারীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। পরে বিয়ের দাবী নিয়ে মিজানের বাড়িতে অবস্থান নেন তিনি। এদিকে মেয়েটির আসার খবর পেয়ে বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন ওই ছাত্রলীগ নেতা।

মিজান ঢালীর মা লুৎফা বেগম বলেন, মিজান আমার মান সম্মান সব কিছু নষ্ট করে দিয়েছে। ওর মতো ছেলেকে এখন আর পরিচয় দিতে পারিনা।

এ বিষয়ে সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু বলেন, ওই তরুণীর সাথে মিজানের সম্পর্ক সবারই কম বেশি জানা আছে। মেয়েটি বিয়ের দাবী নিয়ে মিজানের বাড়িতে আসার পর থেকেই মিজান কৌশলে চলে যায়। তবে আমি উভয় পরিবারের সাথে আলোচনা করে বিয়ের মাধ্যমে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করছি।

এইচআর
 

Link copied!