Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ফুলপুরে সাংবাদিক এম এ কাশেম সরকার স্মরণে দোয়া মাহফিল

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৩, ০১:৫৮ পিএম


ফুলপুরে সাংবাদিক এম এ কাশেম সরকার স্মরণে দোয়া মাহফিল

ময়মনসিংহের ফুলপুর-তারাকান্দা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এম এ কাশেম সরকার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পৌরসভার আমুয়াকান্দা বাজার প্রাইমারি স্কুল রোডস্থ হুফফাজুল কোরআন নূরিয়া মাদ্রাসায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা সভাপতি মিজানুর রহমান আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফুলপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ক্বারী সুলতান আহম্মাদ, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোখছেদুল হক দুলাল, যুগ্ন সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান রনি, ভ্রমণ সম্পাদক নূর হোসেন খান, ধর্ম বিষয়ক সম্পাদক শাফায়েত উল্লাহ্‌ শান্ত, নির্বাহী সদস্য আকিকুল ইসলাম ফকির, আবুল মনসুর ফকির, ইকবাল হোসেন, আহমেদ নয়ন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে নূরীয়া মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ নূর হোসাইন তালুকদার, হাফেজ হোসাইন আহম্মাদ, হাফেজ লোকমান হোসেন ও মাদ্রাসার শিক্ষকগণসহ ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দোয়া মাহফিলে উভয় সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে মরহুম এমএ কাশেম সরকারের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুফতি নুরুল আলম ওবাইদী। উল্লেখ্য যে, উক্ত দোয়া ও মিলাদ মাহফিলটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখা ও ফুলপুর রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

এইচআর

Link copied!