Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

লালমনিরহাটে ট্রেনে কেটে বৃদ্ধের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৩, ০৪:১৭ পিএম


লালমনিরহাটে ট্রেনে কেটে বৃদ্ধের মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেনের ধাক্কায় আঃ মজিদ (৬৫) নামে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের উপজেলার কারবালা দিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আঃ মজিদ উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের মৃত কিচমত আলী ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কারবালার দিঘি এলাকায় রেল লাইনের ধারে বসে ছিলেন বৃদ্ধ আঃ মজিদ। শ্রবন প্রতিবন্ধি হওয়ায় ট্রেনের শব্দ শুনতে পারেননি তিনি।

লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী গামী একটি লোকাল ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে  চিকিৎসক বৃদ্ধ আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আবাসিক মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রচুর রক্তক্ষণের কারনে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এইচআর

Link copied!