Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মেঘনার তীরে শিশুর লাশ

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৩, ০৭:০৭ পিএম


মেঘনার তীরে শিশুর লাশ

ভোলার চরফ্যাশন উপজেলায় প্রায় তিন বছর বয়সের অজ্ঞাত এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে চরফ্যাশন  উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেঘনা নদী তীরবর্তী বেতুয়া এলাকা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে চরফ্যাশন থানা পুলিশ।

চরফ্যাশন থানার (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, ধারণা করা হচ্ছে শিশুটি লঞ্চ অথবা যাত্রী ট্রলার থেকে পরে গিয়ে নিহত হন। শিশুটির গায়ে সাদা গোলাপি নিমা ও পড়নে লাল রঙের প্যান্ট, এবং পায়ে সাদা জুতা রয়েছে।

ওই শিশুটিকে বেতুয়া নদীর পাড় ব্লকের ওপর পরে আছে দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর পুলিশ অজ্ঞাত ওই কন্যা শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এআরএস

Link copied!