Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ১৩, ২০২৩, ০৩:২৩ পিএম


ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কিশোরগঞ্জ ইমাম-উলামা পরিষদ।

শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমা ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

এসময় সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

বক্তারা আরও বলেন, দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এ কর্মসূচী আমরা ফিলিস্তিনি মুসলিমদের প্রতিরোধের পক্ষে সংহতি প্রকাশ করছি। সেই সাথে আমরা মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবিতে একত্রিত হয়েছি আজ। যাদের হৃদয়ে ছিটেফুটা ঈমান রয়েছে তারা কখনো ফিলিস্তিনি মুসলমানদের দুর্দিনে ঘরে বসে থাকতে পারেনা। আমরা ইসরাইলের এহেন কু- কর্ম সহ অনৈতিক ভাবে যুদ্ধ করার প্রতিবাদ জানাই।

এরপর ফিলিস্তিনির মুসলমানদের হেফাজতের জন্য বিশ্ব বিধাতার কাছে এক মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন আলজামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমদ রশিদ, ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব মাওলানা ইমদাদুল্লাহ, ঐতিহাসিক শহীদী মসজিদের পেশ ইমাম আনযার শাহ তানিম, জামিয়া নূরানিয়া তারাপাশার মহাপরিচালক আবুল বাশার, ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলার সভাপতি হাফেজ মাও. প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারসহ আরও অনেকেই।

এ সময় জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়।

এআরএস

Link copied!