Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

অক্টোবর ১৩, ২০২৩, ০৪:০১ পিএম


নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল্লাহেল কাফি।

এছাড়াও বক্তব্য রাখেন নাটোর পুলিশ কন্ট্রোলের পুলিশ পরিদর্শক মো. জব্বার, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মো. রাসেল, নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আক্তার হামিদ খানসহ প্রমুখ।

সভায় দুর্যোগ প্রশমনের জন্য পর্যাপ্ত পানি সংরক্ষণের ব্যবস্থা, ছোট বড় সকলের সাঁতার শিক্ষা করা এবং যেকোন দুর্যোগ দুর্বিপাকে সকলের একসাথে কাজ করার প্রতি আলোকপাত করা হয়।

এআরএস
 

Link copied!