Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বগুড়ায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৫, ২০২৩, ০৩:৫৬ পিএম


বগুড়ায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

বগুড়ায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিমানে পাইলটসহ দুজন ছিলেন বলে জানা গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়। তবে এ ঘটনায় পাইলটরা সুস্থ আছেন।

রফিকুল ইসলাম নামের স্থানীয় একজন বাসিন্দা বলেন, হঠাৎ করে বিমানটি বাঁশবাগানে পড়ে যায়।

আরএস

 

Link copied!