Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

ত্রিশাল বাসস্ট্যান্ডে অবৈধ পাকিং ও দোকানপাট উচ্ছেদ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৩, ০৪:৩৬ পিএম


ত্রিশাল বাসস্ট্যান্ডে অবৈধ পাকিং ও দোকানপাট উচ্ছেদ

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালর দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ পার্কিং এবং প্রবেশ পথের পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে ত্রিশাল থানা পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিনের নেতৃত্বে  এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিতে অবৈধভাবে যাত্রী-উঠানামা ও দীর্ঘসময় অনির্ধারিত স্থানে পার্কিং বন্ধ করা হয়েছে। পাশাপাশি পৌর শহরে প্রবেশ পথের পাশে যানজট সৃষ্টিকারী সিএনজি অটো রিকশা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বেল্লায়েত হোসেন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, যানজট নিরসন ও দীর্ঘদিন ধরে রাস্তার উপর গজিয়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে এ অভিযান চালানো হয়। অবৈধ পার্কিং ও রাস্তায় প্রতিবন্ধকতার জন্য নিয়মিত মামলা করা হবে।

এআরএস

Link copied!