Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৩, ০৭:০৭ পিএম


ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জের ভৈরবে থ্রি রিংস সিমেন্টের ঢাকা মেট্রো-উ-১১-৩১৮১ নম্বরের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন মিয়া(২১) যুবক নিহত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বিকেলে সোয়া ৩ টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া নামা পাড়া এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। সে একটি কুরিয়ার সার্ভিসের পণ্য পরিবহনের কাজে নিয়োজিত ছিল। এ ঘটনায় কাভার্ডভ্যানের ড্রাইভার পলাতক রয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ভৈরবের দিকে আসছিল আর মোটরসাইকেল আরোহী ইয়াসিন গাজিরটেক ব্রিজ অতিক্রম করছিল। পরে ভৈরব-ময়মংসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক ব্রিজের পূর্বপাশে এলাকায়  কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

ভৈরব হাইওয়ে থানা-পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে এবং কাভার্ডভ্যান জব্দ করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক সফর উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার এবং পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এআরএস

Link copied!