Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বালিয়াকান্দিতে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৩, ১২:৫৫ পিএম


বালিয়াকান্দিতে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ মহাজন (৪৫)কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের আজের আলী মহাজনের ছেলে।

রোববার রাত ৮ টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম তিন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গড়াই নদীর জেগে উঠা চর নিয়ে দুটি গ্রুপের মধ্যে মামলা ও হামলার ঘটনা ঘটে আসছিল। এ বিরোধের জের ধরে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

তাঁকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২ টার দিকে মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় থমতমে অবস্থা বিরাজ করছে।  

বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এইচআর  

 

Link copied!