Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নাটোরে তথ্য অধিকার দিবসে রোড শো

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৩, ০৫:৫৬ পিএম


নাটোরে তথ্য অধিকার দিবসে রোড শো

‘ইন্টারনেটে তথ্য পেলে জনগণের শান্তি মেলে’- প্রতিপাদ্য নিয়ে নাটোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১০টায় নাটোর সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ডাসকো ফাউন্ডশনের আয়োজনে দিনব্যাপি রোড শো অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. তানভির বুলবুল খান ও ডাসকো ফাউন্ডেশন নাটোর ইউনিটের স্টাফবৃন্দ।

রোড শোতে জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম এবং স্টুন্ডেন্ট ফোরাম সিএসও সদস্যরা অংশগ্রহণ করেন। পরে স্বাক্ষর ক্যাম্পেইনে অতিথিরা স্বাক্ষর করেন।

রোড শো টি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে ছাতনী ইউনিয়ন, তেবাড়িয়া ইউনিয়ন, একডালা, বড়হরিশপুর ইউনিয়ন দিয়ে লক্ষ্মীপুর খোলাবাড়িয়াতে পৌঁছায়। পরে সেখান থেকে ডাসকো ফাউন্ডশনের কার্যালয় বড়হরিশপুরে গিয়ে রোড শোটি শেষ হয়।

এআরএস

Link copied!