Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ব্রাহ্মণবাড়িয়ায় মা ও দুই ছেলের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২৩, ০২:২২ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় মা ও দুই ছেলের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মা ও দুই সন্তানকে ঘরে ঢুকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে ৬ মাসের শিশু অজিয়াকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকা থেকে মরহে উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, বাড়ির মালিক শাহ আলম সৌদি আরব প্রবাসে রয়েছেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে বসবাস করেন। সকালে কাজের মহিলা জেসমিন আক্তার (৩৫) দেখেন বিল্ডিংয়ের গেইট লাগানো। অনেক ডাকাডাকি করলেও গেইট খুলছিল না। পরে নিহতের জা খালেদা আক্তারের কাছ থেকে চাবি নিয়ে গেইট খুলে ঘরে প্রবেশ করে মেঝেতে মৃত দেহ দেখে চিৎকার শুরু করে।

এসময় অন্যান্য লোকজন ভেতরে গিয়ে দেখেন ঘরের মেঝেতে ও বাথরুমে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পুলিশের ধারনা মঙ্গলবার ভোর রাতে কোনো একসময় ঘটনাটি ঘটে, খবর পেয়ে ঘটানাস্থলে পৌছে।

তিনি আরও জানান, পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উদ্ধার করতে কাজ শুরু করেছে।

এআরএস

Link copied!