Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, নিজেকে গড়ি’ কার্যক্রম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২৩, ০৭:১৬ পিএম


ভালুকায় ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, নিজেকে গড়ি’ কার্যক্রম

ভালুকায় শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, নিজেকে গড়ি’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭অক্টোবর) দুপুরে উপজেলার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনাকে জাগ্রত করণে ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের উদ্যোগে জেলার সকল উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, নিজেকে গড়ি’ এর বাস্তবায়ন কার্যক্রম উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ঝিল্লুর রহমান আনম, হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, সাংবাদিক মোখলেছুর রহমান মনির, আ’লীগ নেতা আফতাব উদ্দিন মাহাবুব, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ইমান আলী, মো. আজিজুল হক ঢালী, মোঃ জহিরুল ইসলাম জুয়েল, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পড়ে বঙ্গবন্ধুর চেতনায় সুনাগরিক হওয়ার জন্য মোটিভেশনাল বক্তব্য দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল মনে করে, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিতরণ করলে এ কার্যক্রম বাস্তবায়ন আরও ফলপ্রসূ হতো।

আরএস



 

Link copied!