Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত ৭

হবিগঞ্জ  প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২৩, ০৯:৪৬ পিএম


নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত ৭

হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় একদল চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজদের হামলায় দৈনিক আমার সংবাদ প্রতিনিধি এম. মুজিবুর রহমান(৪৬)  গুরুতর আহত হয়েছেন৷ এসময় তার কাছ থেকে দুটি মোবাইল, একটি ক্যামেরা ও নগদ এক লাখ ১০ হাজার টাকা লুট করে নেয় হামলাকারীরা ৷

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই গৌতমসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন৷ এসময় পুলিশের সামনে দ্বিতীয় দফা হামলা চালিয়ে দুপুর সাড়ে ১২টায়  সন্ত্রাসীরা। এসময় প্রত্যক্ষদর্শী পিকআপ চালক তজমুল আলী(৪০), শ্রমিক নেতা এহিয়া আহমেদ(৩৮), সোপান মিয়া (৩২), মুক্তার মিয়া(৩৫), সেলিম মিয়া (২৭) ও ওলি মিয়া (৩৫)কে গুরুতর জখম করে হামলাকারীরা৷ আহতদের মধ্যে তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ বাকীদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে৷

জানা যায়, নবীগঞ্জ উপজেলার ও ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বর বাসস্ট্যান্ডে  সিলেট যাবার পথে যাত্রীবাহী গাড়ির জন্য ঘটনার সময় অপেক্ষামান সাংবাদিক মুজিবুর রহমানের উপর তাকে  হত্যার উদ্দেশ্য  অতর্কিত হামলা চালায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামী দেওতৈল গ্রামের মৃত আবাস মিয়ার পুত্র আবুল খয়ের (৪০) ও তার সহযোগী আরও ৭ থেকে ৮ জন৷ এসময় উপস্থিত লোকজনের প্রাণপণ চেষ্টায় অল্পের জন্য প্রাণে রক্ষা হলেও তিনি গুরুতর হন ওই সংবাদকর্মী৷ 

পরে স্থানীয় লোকজনের প্রচেষ্টায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়৷ প্রত্যক্ষদর্শী পিকআপ চালক শ্রমিক নেতা তজমুল আলী ও এহিয়াসহ উল্লেখিত ব্যক্তিদের ওপর সন্ত্রাসী খায়ের বাহিনীর প্রধান বাস চেকার আবুল খায়ের ও তার লোকজন হামলা করে ৬ জনকে আহত করে৷

 এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিক মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার ভাতিজি সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, তার চিকিৎসার খরচসহ উল্লেখিত টাকা নিয়ে সিলেট যাবার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে হামলা করে টাকা, মোবাইল ও ক্যামেরাসহ ব্যাগ লুট করে নেয়৷

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি৷ তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷

অপরদিকে ঘটনার মূলহোতা সন্ত্রাসী আবুল খায়ের ও তার বাহিনি কর্তৃক এসআই গৌতমের সামনে নিরপরাধ লোকজনের উপর হামলা চালিয়ে তাদেরকে আহত করে৷ এসময় এসআই গৌতম হামলাকারী আটক করলেও রহস্যজনকভাবে ছেড়ে দেন৷ 

এঘটনায় আউশকান্দি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে৷ এ ঘটনায় যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী৷ হামলার ঘটনায় নবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে৷ অপরাধীদের দ্রুত গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির জানিয়েছেন সচেতন মহল৷

এআরএস

Link copied!