Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আড়াইহাজারের মেঘনায় অভিযান : ৬ জেলেকে দন্ড-জরিমানা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ১৮, ২০২৩, ০৪:৫৪ পিএম


আড়াইহাজারের মেঘনায় অভিযান : ৬ জেলেকে দন্ড-জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৬ জেলেকে দন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত উপজেলার বিশনন্দী, টেটিয়া, চৈতনকান্দায় মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনকের নেতৃত্বে চলে এ অভিযান।

এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ধরা ৫ কেজি ইলিশ মাছ, একটি মাছ ধরার বড় নৌকা, একটি বড় টোনা জাল ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও মাছগুলো স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

এসময় হাবিবুর রহমানের ছেলে হাছানকে (১৮) ও করিমের ছেলে আসিফকে (২২) ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সাথে মৃত হক সাবের ছেলে মুক্তার মাঝি (৩০), আব্দুল খালেকের ছেলে আলী মিয়া (৫০), আব্দুস সামাদের ছেলে মোহাম্মদ ছালাউদ্দিল (৩০) ও মোসলেম উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেনকে (২৫) ) দুই দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার, খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান, মৎস সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।

আরএস

Link copied!