Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নারিকেলের দামে ঊর্ধ্বগতি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৩, ০২:০১ পিএম


নারিকেলের দামে ঊর্ধ্বগতি

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উপলক্ষে নওগাঁর পত্নীতলায় বেড়েছে নারিকেলের দাম। সনাতন ধর্মাবলম্বীরা জানান, ‘গত বছরের তুলনায় এ বছর জোড়া প্রতি নারিকেলের দাম বেড়েছে ৭০-৯০ টাকা।’

অন্যদিকে বিক্রেতারা বলছেন, ‘এবারে নারিকেলের আমদানি কম হওয়ায় আমাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে। বেশি দামে কিনে কম দামে বিক্রি করি কী করে?’

উপজেলা সদর নজিপুর পৌর শহরের বাজারগুলোতে এক জোড়া নারিকেল বিক্রি হচ্ছে ১৭০-২০০ টাকা পর্যন্ত। যা গত বছর ছিলো ১১০-১৪০ টাকা। নজিপুর চৌরাস্তার মোড়ে নারিকেল কিনতে আসা পিন্টু শীল, মুকুল ঘোষ, বাসব দেবনাথ, রঘুনাথ দাশ, অনুকূল সরকার, পলি রাণী, স্মৃতি রাণী মহন্ত, ইতি রাণী, কুমারী নয়ন তারাসহ অনেকেই জানান, ‘পূজা এলেই প্রতিবছর নারিকেলের দাম বাড়ে। কারণ, পূজার অনুসঙ্গ হিসেবে নারিকেলে প্রচলন সেই প্রাচীন কাল থেকেই চলে আসছে।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পত্নীতলা উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক বাবু গৌতম দে বলেন, ‘পূজা অর্চনাসহ অতিথি আপ্যায়নে ফলমূলের পাশাপাশি নারিকেলের নাড়– থাকতেই হবে। তাই নারিকেলের দাম বেশি হলেও সনাতন ধর্মের লোকেরা তা কিনতে বাধ্য হচ্ছেন।’

এইচআর

 

Link copied!