Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ঝালকাঠিতে ষাটোর্ধ নারীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৩, ০৩:০৮ পিএম


ঝালকাঠিতে ষাটোর্ধ নারীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠির শেখেরহাটের শিরযুগ গ্রামে সিঁধকেটে ঘরে প্রবেশ করে ষাটোর্ধ এক নারীকে কুপি হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাতের যে কোনো সময় এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। হত্যাকাণ্ডের স্বীকার হোসনেআরা নুরী, শিরযুগ গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাতে সিঁধকেট ঘরে প্রবেশ করে হোসনেআরা নুরী নামের ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়। প্রতিবেশিরা সকালে হোসনেআরার ঘরে তার রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে। নুরী তাদের বসতবাড়ীতে একাই বসবাস করতেন। তার দুই সন্তানের মধ্যে ছেলে মিলন চাকরির সুবাদে চট্টগ্রাম এবং মেয়ে মলি স্বামীর সাথে ঝালকাঠি শহরে বসবাস করছে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম জানান, চুরির উদ্দেশ্যে সিঁধকেট ঘরে প্রবেশের পর তাদের চিনে ফেলায় হোসনেআরা নুরীকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এইচআর

Link copied!