Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

নলছিটিতে সাড়ে ৪ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৩, ০৫:৫৭ পিএম


নলছিটিতে সাড়ে ৪ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

ঝালকাঠির নলছিটিতে একটি কাভার্ডভ্যান ভর্তি আনুমানিক সাড়ে ৪ টন (১৬০ বস্তা) নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ । এসময় ২ জনকে আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দপদপিয়া এলাকায় থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ঢাকা থেকে আসা ওই কাভার্ড ভ্যান থেকে পলিথিনের বস্তাগুলো নামিয়ে অপর দুটি কাভার্ড ভ্যানে তোলার সময় ২ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-যশোর বেনাপোল এলাকার সামাদ হোসেনের ছেলে কাভার্ডভ্যান চালক উজ্জ্বল হোসেন (২৮)ও তার সহকারী (হেলপার) শাওন হোসেন (২৫)।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালক উজ্জ্বল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদেয় তিন মাসের জেল দেওয়া  হয় ও হেলপার শাওনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

ইউএনও জানান, জব্দকৃত পলিথিনগুলো পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর কাভার্ড ভ্যান তিনটি পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

এইচআর

Link copied!