Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ছড়ালে জনগনই তার জবাব দেবে

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৩, ০৯:০১ পিএম


বিএনপি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ছড়ালে জনগনই তার জবাব দেবে

মাগুরা আওয়ামী লীগের উন্নয়ন জনসভার বক্তৃতায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেন,বিএনপি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ছড়ালে জনগনই তার জবাব দেবে। 

তিনি আরো বলেন,আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তার অঙ্গ সংগঠন যতই ষড়যন্ত্র করুক,বা বিদেশী প্রভুদের কাছে নালিশ করুক,কোন লাভ হবে না। আমরা চাই সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক,তাদের জনপ্রিয়তা যাচাই করার জন্য। আমরাও দেখতে চাই কাদের জনপ্রিয়তা কতটুকু রয়েছে জনগণের কাছে। আমরা উগ্রবাদ ও সন্ত্রাসবাদ অনেক আগেই নির্মূল করেছি ,জনগণ চায় একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। আমরাও চাই সবাই নির্বাচন অংশগ্রহণ করুক,তাদের জনপ্রিয়তা যাচাই করার জন্য হলেও । তারা যদি আবার সন্ত্রাসবাদ করে যেটা আমরা ১৪, ১৫,তে দেখেছি,তবে তার জবাব কিন্তু জনগণই দেবে। জনগণ আমাদের সাথে আছে। জনগণ কোন জঙ্গিবাদ সন্ত্রাসবাদ পছন্দ করেন না। এদেশের জনগণ চায় শান্তি- পূর্ণভাবে একটি নির্বাচন হোক।

জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে মাগুরা জেলা শহরের নোমানী ময়দানে এ জনসভায় বক্তব্য রাখেন একাধিক নেতা। এ উন্নয়ন জনসভায় সভাপতিত্ব করেন,জেলা আওয়ামী লীগের সভাপতি আ,ফ,ম,ফাতাহ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঞ্চজ কুমার কুন্ডু সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,আসাদুজ্জামান খান কামাল (এমপি) মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকার।

এ জনসভায় প্রধান বক্তা ছিলেন,আলহাজ্ব এড সাইফুজ্জামান শিখর এমপি সংসদ সদস্য ০১আসন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এড, শ্রী বীরেন সিকদার এমপি সংসদ সদস্য ০২ আসন। মুন্সি রেজাউল হক সহ সভাপতি জেলা আওয়ামী লীগ মাগুরা,মোঃ আবু নাসির বাবলু সহ- সভাপতি জেলা আওয়ামী লীগ। নির্মল কুমার চ্যাটার্জী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। এড. সৈয়দ শরিফুল ইসলাম সহ- সভাপতি জেলা আওয়ামী লীগ মাগুরা। এবং খুরশীদ হায়দার টুটুল মেয়র মাগুরা পৌরসভা মাগুরা।

জনসভায় বক্তারা বলেন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আ.লীগকে বিজয় করুন। 

আরএস

Link copied!