Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পটুয়াখালী ১ আসনের এমপি অ্যাড. মো. শাহজাহান মিয়া ইন্তেকাল করেছেন

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৩, ১১:৫৮ এএম


পটুয়াখালী ১ আসনের এমপি অ্যাড. মো. শাহজাহান মিয়া ইন্তেকাল করেছেন

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. মো. শাহজাহান মিয়া ইন্তেকাল করেছেন।

শনিবার ভোর ৬টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে ৩ ছেলে ১ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পটুয়াখালী জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্ব মহল ও সাধারন মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শাহজাহান মিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক সময়ে পটুয়াখালী পৌর সভার চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের টানা দুই যুগেরও বেশী সময়কাল সভাপতির দায়িত্বপালন করেছেন এবং পটুয়াখালী-১ আসনের তিন বারের এমপি ছিলেন। পটুয়াখালী আইনজীবী সমিতির সভাপতির পদেও নির্বাচিত হয়েছিলেন একাধিক মেয়াদে।

এইচআর

 

Link copied!