Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

লবণ নিয়ে বিরোধ

মহেশখালীতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৩

কক্সবাজার ও মহেশখালী প্রতিনিধি

কক্সবাজার ও মহেশখালী প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৩, ১২:০৩ পিএম


মহেশখালীতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৩

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম কালামিয়া বাজার এলাকায় এরশাদ গ্রুপ এবং স্থানীয় মকসুদ বাহিনী মধ্যে হামলা সংঘর্ষ হয়। শুক্রবার (২০ অক্টোবর) রাত ৭টার দিকে চিংড়ি ঘেরে লবণ এর গুধি থেকে জমানো লবণ উত্তোলনের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন মো. আলী রাজার পুত্র মো. সোহেল(২৮)৷ তিনি পেশায় চায়ের দোকানদার৷ দৈনিক আমার সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী৷

আহতরা হলেন, জালাল মিয়া, মকসুদ মিয়া ও আলী মিয়া (৫০)। স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে 
মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে। সেখানে সোহেল এর মৃত্যু ঘটে৷

স্থানীয় সুত্রে জানা যায়, জমানো গুধিতে লবণ পরিমাপে বাধা দেওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। এতে নিহত হন সোহেল৷ সোহেল মহেশখালী কালামিয়া বাজারে একটি চায়ের দোকানের একজন সফল ব্যবসায়ী।

ঘটনার দুইজন প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জব্বরগ্যা বাপের খুম নামক চিংড়ি ঘেরে লবণ এর গুধি থেকে জমানো লবণ উত্তোলন নিয়ে গতকাল বৃহস্পতিবার স্থানীয় লাল মোহাম্মদ সিকদার পাড়া গ্রামের ফোরকান আহমদ এর পুত্র মকছুদ মিয়া গং এর সাথে একই এলাকার অলী আহমদ এর পুত্র এরশাদ ও ওমর কাজীর পুত্র ছিদ্দীক আহমদের মধ্যে কথা কাটাকাটি হয়। এই সময় মকসুদ গং’রা লবণ উত্তোলণ করতে গেলে বাধা দেয় এরশাদ গং৷

এরই জের ধরে শুক্রবার রাত ৭টার দিকে কালামিয়া বাজারে এরশাদ গ্রুপ এবং স্থানীয় মকসুদ বাহিনী মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে এ সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষকালে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করলে সোহেল (২৮), জালাল মিয়া, মকছুদ মিয়া ও মো. আলী মিয়া (৫০) আহত হয়৷

আহতদের উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন৷ সেখানে সোহেল এর মৃত্যু হয়৷

মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক৷ পুলিশ টহলে আছে৷ জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে৷

এ্ইচআর

Link copied!