Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ত্রিশালে বাস চাপায় ভ্যান চালক নিহত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৩, ০৩:০৪ পিএম


ত্রিশালে বাস চাপায় ভ্যান চালক নিহত

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের উকিল বাড়ি নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়  ব্যাটারি চালিত ভ্যান চালকের মৃত্যু হয়েছে।  

আজ শনিবার সকালে একটি যাত্রীবাহী সৌখিন বাস পিছন দিক থেকে ভ্যানকে ধাক্কা দেয়। এতে মারাত্মকভাবে  ভ্যানচালক হেনু মিয়া (৪৫) আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এইচআর
 

Link copied!