Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মুক্তিযোদ্ধা ময়না মিয়া রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৩, ০৮:৫৫ পিএম


মুক্তিযোদ্ধা ময়না মিয়া রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রসুল ওরফে ময়না মিয়া(৭১) রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হয়েছেন। 

শনিবার সন্ধ্যা ৬টায় দিরাই জামেয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে কলেজ রোডের কবরস্থানে সমাহিত করা হয় । এর আগে বিকেল ৫টায় পুলিশের একটি চৌকস দল মুক্তিযোদ্ধা ময়না মিয়ার কফিনে গার্ডঅব অনার প্রদান করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুস সাদিক,আব্দুস সালাম, আব্দুল করিম, আজাদ মিয়া,দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন সহ বিভিন্ন শ্রেনি পেশার জনগন । 

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি সাংবাদিক আল হেলাল এর পিতা ময়না মিয়া দীর্ঘদিন  ধরে  বিভিন্ন রোগে ভোগছিলেন। শনিবার দুপুর সাড় ১২ টায় দিরাই পৌরশহরের মজলিস পুরস্থ নিজ  বাসভবনে তিনি মৃত্যু বরণ করেন। শোক প্রকাশ করেছেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার  সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ।

আরএস

Link copied!