Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আখাউড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ৩

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৩, ০২:০৫ পিএম


আখাউড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের বিশেষ পৃথক মাদক বিরোধী অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ অক্টোবর) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের বসতঘর থেকে ১০ কেজি গাঁজাসহ মো. আজমাইন হোসেন (৪৫), কাজী আকিব (২৫) কে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। 

তাছাড়া একই দিন সকালে উপজেলার  দক্ষিণ ইউনিয়নের, সাতপাড়া গ্রাম থেকে মো. ইসহাক ভূইয়াকে (২৫)কে ৮ কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এইচআর

Link copied!