Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মন্ডপ দেখতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৩, ০৫:১৯ পিএম


মন্ডপ দেখতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসী গাইবান্ধা রোডে শনিবার রাত ৮ টার দিকে বিদ্যুতের খুঁটিবাহি একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বিষ্ণু চন্দ্র (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন আশংকা জনক অবস্থায় গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, ঐ দিন রা‌তে বিষ্ণু চন্দ্র কঞ্চিপাড়া থেকে মোটরসাইকেলে করে পূজামণ্ডপ পরিদর্শনে মদনেপাড়া যাওয়ার সময় বিদ্যুতের খুঁটি বহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে বিষ্ণু ছিটকে রাস্তার উপর পরে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এতেই তার মৃত‌্যু হয় । বিষ্ণু চন্দ্র কঞ্চিপাড়া গ্রামের প্রয়াত রামচন্দ্রের ছেলে।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ রজব আলী বলেন, রা‌তে কঞ্চিপাড়া ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

এইচআর

Link copied!