Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নাচোলে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৩, ০৩:০৭ পিএম


নাচোলে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচি ও ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন এর সভাপতিত্ব  
২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে, গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মূসর, ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও রাসায়নিক স্যার বিতরণের শুভ উদ্ধোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, কৃষি অফিসার সলেহ আকরাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর প্রমূখ।

উল্লেখ্য যে এবছর ১১হাজার ১শত ৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে বলে জানিয়েছেন কৃষি অফিসার সলেহ আকরাম।

এইচআর
 

Link copied!