Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৩, ০৩:২৫ পিএম


জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

“আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এই প্রতিপাদ্যোকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশলীর যৌথ আয়োজনে জেলা পরিষদ এনেক্স ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য প্রকৌশলীর নির্বাহী কর্মকর্তা পরাগ বড়ুয়ার সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য  জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. আশরাফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, জেলা প্রতিবন্ধী স্কুলের সাধারন সম্পাদক নুরুল আবছার প্রমুখ।

আলোচনা সভার আগে শহরের হ্যাপীড় মোড় থেকে জেলা পরিষদ পর্যন্ত সচেতনতা মুলক রালী অনুষ্ঠিত হয় এবং হাত ধোয়ার বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করা হয়।

এইচআর

 

 

Link copied!